আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মহাসড়কে পৌনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ৩
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৫
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন বোঝাই একটি কভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় ৩জনকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। রবিবার (২৩ মার্চ) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর ব্রিজের ঢালে সাজেদা হসপিটাল এর সামনে তাদের আটক করা হয়। এ সময় ৫ হাজার ৬২০ কেজি নিষিদ্ধ জব্দ করা হয়,যার আনুমানিক মূল্য ৭ লাখ ৮৬ হাজার ৮শ টাকা বলে জানিয়েছে পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) টিআই আবু নাঈম সিদ্দিকী।
আটককৃতরা হলেন, কাভার্ডভ্যানের চালক ঢাকা জেলার ধামরাই থানার গাংগুটিয়া গ্রামের এসহাক মিয়ার ছেলে মো. রফিক (৫০), চালকের সহকারী মনির হোসেন (৩২) মুন্সিগঞ্জ জেলার সদর থানার বাংলা বাজার এলাকার রুহুল আমিন সরকারের ছেলে এবং চালককের সহকারী মো. আরিফ হোসেন (৩১) নোয়াখালী জেলার সাধুরাম থানার মহাব্বাতপুর এলাকার শফিকুল রহমানের ছেলে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে টাইগার রি- রোলিং মিল সংলগ্ন সাজেদা হাসপালের এর সামনে থেকে একটি কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে কভার্ডভ্যানটি তল্লাশী করে নিষিদ্ধ পলিথিন জব্দ করাসহ তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.