আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকার সর্ববৃহৎ ইয়াবার চালানে না.গঞ্জের যুবক আটক
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৫
রাজধানীতে এ অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ অভিযানে নারায়ণগঞ্জের একজনসহ ৪জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২মার্চ) দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এটাই ঢাকা মহানগর এলকায় জব্দ হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান বলে উল্লেখ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহমেদ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জের আড়াইহাজার থানার মৃত আবুল হাসেমের ছেলে মো. নজরুল ইসলাম ওরফে সোহেল রানা। শেরপুরের নলিতাবাড়ী উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে মো. আল মামুন (৩২) এবং চট্টগ্রামের খুলশী থানার মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক (৪৬) ও তার স্ত্রী তানিয়া (৩২)।
সংবাদ সম্মেলনে শামীম আহমেদ জানান, ‘এই চক্রের বিরুদ্ধে গত মাসে একটি অভিযান পরিচালনা করলেও তা ব্যর্থ হয়। সর্বশেষ সপ্তাহ খানেক আগে গোয়েন্দাসূত্রে জানা যায়, এই চক্রটি আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ নিয়েছে। তারা টেকনাফের একটি রির্সোটে দীর্ঘ সময় ধরে হুন্দাই কোম্পানির বিলাসবহুল গাড়ির পাদানির নিচের প্যানেলে বিশেষ কৌশলে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ঢুকিয়ে প্যানেলটি সুনিপুণভাবে ঝালাই করে রাখেন। সর্বশেষ সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি শনিবার দিবাগত গভীর রাতে অভিযান চালায়। এই অভিযানে ঢাকা মেট্রো এলাকায় আসামিদের গাড়িটি ৭ কিলোমিটারের বেশি রাস্তা ধাওয়া করে আটক করা হয়। গাড়িটি আটকের পর প্যানেলের ঝালাই করা অংশটি খুলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তারা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি এড়ানোর জন্য বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে তারা বড় বড় ইয়াবার চালান ঢাকায় সরবরাহ ও বিক্রয় করেন।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.