সোনারগাঁও থানায় নতুন ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) হিসেবে যোগদান করেছেন মফিজ উদ্দিন। বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, মফিজ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার অপরাধ শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তাকে সোনারগাঁ থানায় বদলি করা হয়।
মফিজ উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ পুলিশের নিরস্ত্র শাখায় যোগ দেন। তিনি ভোলা জেলার বাসিন্দা এবং পেশাদারিত্ব ও দক্ষতার জন্য পরিচিত।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com