আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মাদক মামলায় নারীসহ একই পরিবারের ৩জন পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২৫
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত একইপরিবারের তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১ সদর দফতরের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মো. লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও তাদের ছেলে মো. নাহিদ আলম (২২)।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তাররা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০১৮ সালে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় একইপরিবারের তিনজনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। এরপরই তারা আত্মগোপনে চলে যান। পরে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ইতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত একইপরিবারের তিন পলাতক আসামি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বুধবার রাতে মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তারদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.