মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি নেয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২৫
মিথ্যা তথ্য দিয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেয়েছে- এমন অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ৩৩ কোটি টাকা প্রদানে বাধ্য করার অভিযোগে শেখ হাসিনাকণ্যা পুতুলের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com