আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
দুর্নীতি নিঃশেষ সম্ভব না হলেও পথকে কঠোর করতে হবে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৫
সরকার এবং সকল প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে। তবে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (১৯ মার্চ) বিকেলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, দুর্নীতিকে নি:শেষ করা সম্ভব না। তবে দুর্নীতির করার পথকে কঠোর করতে হবে। এসময় আমদানির চেয়ে রপ্তানির দিকে বেশি মনোযোগী হতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। তাই সকলকে ঐক্য বজায় রেখে চলার আহ্বান জানান উপদেষ্টা। ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.