আজ বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজবাড়ীর কালুখালী‌তে একা‌ধিক ছাত্রকে বলাৎকারচেষ্টার অ‌ভি‌যো‌গে মাদরাসাশিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে (৩৩) গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) বিকেলে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জা‌হেদুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

গ্রেফতার মামুন কালুখালীর হরিনবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষক। তিনি খুলনা পাইকগাছার সোনাতন কাঠি এলাকার বেলজার হো‌সে‌নের ছে‌লে।

মামলা সূত্রে জানা‌ গে‌ছে, মাদরাসার নাজেরা শাখায় ভর্তি হওয়া ৩ ছাত্রকে দীর্ঘদিন ধ‌রে কুপ্রস্তাব দিয়ে আস‌ছিলেন মামুন। গত ২৫ ফেব্রুয়ারি ১৪ বছ‌রের এক ছাত্রকে রাত পৌনে ১২টার দিকে এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের দ্বিতীয় তলায় তার রু‌মে ডে‌কে বলাৎকা‌রের চেষ্টা ক‌রেন তিনি।

এর আগে, গত ২ জানুয়ারি রাত সা‌ড়ে ১০টার দিকে ১২ বছ‌রের আরেক ছাত্রকে ভব‌নের নিচতলায় ঘুমন্ত অবস্থায় বলাৎকা‌রের চেষ্টা কর‌লে ছাত্রের ঘুম ভে‌ঙ্গে যাওয়ায় চলে যান তিনি। এরও আগে, ২০২৪ সা‌লের ১৫ মার্চ বেলা ১১টার দি‌কে ভব‌নের নিচতলায় ১২ বছর বয়সী আরেক ছাত্রকে বলাৎকা‌রের চেষ্টা ক‌রেন তিনি।

দীর্ঘদিন ধ‌রে মাদরাসার ছাত্রদের সঙ্গে এমন কর্মকাণ্ড চল‌লেও ভয়ে মুখ খুলতে পারেনি তারা। প‌রে বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয়রা গতকাল রা‌তে পাকড়াও ক‌রে কালুখালী থানা পু‌লিশের হা‌তে তাকে সোপর্দ ক‌রে।

ওসি জা‌হেদুর রহমান জানান, খবর পে‌য়ে রা‌তে ওই মাদরাসাশিক্ষক‌কে পু‌লি‌শি হেফাজ‌তে আনা হ‌য়ে‌ছে। আজ দুপু‌রে মাদরাসাছাত্রদের বলাৎকারচেষ্টার অ‌ভি‌যোগে এক‌টি প‌রিবার থানায় মামলা করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন ক‌রে গ্রেফতার মামুনকে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Exit mobile version