আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
যশোরে বাড়ির ভেতরে ঢুকে যুবককে গুলি করে হত্যা
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৫
যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামের যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ই মার্চ) রাত পৌনে ১২টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীর সামির সাকিব সাদী একই এলাকার মীর শওকত আলীর ছেলে।
নিহতের চাচাত ভাই রাকিব জানান, রাত পৌনে ১২টার দিকে তিনি ও সাদী বাড়ি ফেরেন। বাড়ির উঠানে মোটরসাইকেল ঢুকানোর সময় পেছন থেকে সাদীকে চাকু দিয়ে আঘাত করা হয়। এরপর তাকে গুলি করে। এক রাউন্ড গুলির পর গুলি বের হচ্ছিলো না। এ সময় হামলাকারী ট্যাটু সুমন, মেহেদীসহ তার ৪/৫ সহযোগীকে লক্ষ্য করে তিনি ইট নিক্ষেপ করেন। পরে হামলাকারীরা আরও ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
নিহতের চাচাত ভাই রাকিব আরও জানান, সাদীর বুকে দুটি গুলিবিদ্ধ হয়। এরপর সাদীকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদী রেলবাজারের ইজারাদার। হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করত। তাদের পশ্রয় না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে নিহতের খালা জানিয়েছেন, হামলাকারীরা কিছুদিন আগে তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা চালায়। আজ সাদীকে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে যশোর অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা জানাতে পারেননি তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.