নরসিংদীর মনোহরদীতে অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার তরা হয়।
রবিবার (১৬ই মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর উপজেলার আশরাফপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধানের ছেলে মামুন প্রধান (৩৬) এবং একই এলাকার দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান (২৫)। এই ঘটনায় সেলিম এবং আব্দুল্লাহ নামে আরও দুইজন পলাতক রয়েছে।
পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, গতকাল শনিবার রাতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মনোহরদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভাঙ্গায় অভিযান চালায়। এসময় অস্ত্র বিক্রির জন্য অপেক্ষমান দুই অস্ত্র ব্যবসায়ীকে দুটি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। পাশাপাশি তাদেরকে রিমান্ডে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com