আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সাতক্ষীরা সীমান্তে অবৈধ ৩ অনুপ্রবেশকারী আটক
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৫
সাতক্ষীরার শ্যামনগরে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী তিন নারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১৫ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটকরা হলেন, শাহনেওয়াজ বেগম (৩৯), ভারতের গুজরাটের বাসিন্দা, রোজিনা খান (২৬) ও বেঙ্গালুরুর বাসিন্দা জুলি (২৮)। তারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছে বলে জানা যায়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ কৈখালী স্টেশন ও পুলিশের সমন্বয়ে শ্যামনগর থানার শৈলখালী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন নারীকে আটক করা হয়। তাদের সাথে থাকা সাতটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকদের মধ্যে কারোর কাছেই বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। অবৈধ অনুপ্রবেশকারী ও জব্দকৃত মালামালসহ তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.