‘অ্যাপের মাধ্যমে আসা নারী নির্যাতনের অভিযোগ এফআইআর হিসেবে গণ্য হবে’
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৫
নারী হেনস্তা ও নির্যাতনের অভিযোগ হেল্প মোবাইল অ্যাপসের মাধ্যমে করা হলে তা প্রাথমিক তথ্য না এফআইআর হিসেবে আমলে নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
শনিবার (১৫ মার্চ) সকালে ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, নারী হয়রানি ও নির্যাতনের ঘটনা মিডিয়ায় যতটুকু প্রকাশিত হয় তার চেয়ে বাস্তবে অনেক বেশি ঘটে। তাই অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসতে হবে।
বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com