সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, দোকানিকে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে জনতা
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
শুক্রবার (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটিগ্রামে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত দোকানির নাম সেলিম উদ্দিন (৫০)। তিনি সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে।
ভুক্তভোগী শিশুটির দাদীর অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেয়। তখন সে সেলিমের দোকানে যায়। টাকা নিয়ে শিশুটি সেলিম উদ্দিনের দোকানে গেলে তখন সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন অভিযুক্ত সেলিমকে আটক করে। পরে এলাকাবাসী বিষয়টি জানার পর অভিযুক্ত সেলিমকে মারধর করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে অভিযুক্ত সেলিমকে উদ্ধার করে নিয়ে যায়।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ভুক্তভোগী ওই শিশুটির পরিবারের লোকজনও থানায় এসেছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com