আজ সোমবার, এপ্রিল ২১, ২০২৫ খ্রিস্টাব্দ

নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’। একইদিন জাতীয় প্রেসক্লাবেও নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে আইনের সংশোধন দাবি জানায় ‘নারী অধিকার আন্দোলন’। বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাও।

এর আগে, বুধবার নারীর প্রতি সহিংসতার বিচার ও ধর্ষণ বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্মরাকলিপি প্রদান করতে গেলে; হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এতে, উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। যৌক্তিক দাবি দমাতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে— এমন অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও এসি আব্দুল্লাহ আল মানুনের অপসারণ দাবি করেন তারা।

অযাচিতভাবে ট্যাগিং ও সাইবার বুলিংকে প্রশ্রয় দিচ্ছে সরকার, এমন অভিযোগ তোলার পাশাপাশি নারীর প্রতি সংহিসতা বন্ধে সরকার ব্যর্থ এমনটাও বলেন বক্তারা।

এদিকে, নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের সংশোধন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত আইনে বিচারের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারী অধিকার আন্দোলন। সংগঠনটির সভানেত্রী মমতাজ মান্নান ৬ দফা দাবি উত্থাপন করেন। এসময় তিন মাসের মধ্যে মাগুরার শিশু ধর্ষণকারীদের বিচারের দাবি তোলা হয়।

নারীর নিরাপত্তা দিতে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হয় বিক্ষোভ।

Exit mobile version