সাইনবোর্ডে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৫
সাইনবোর্ড এলাকায় ব্যানার ফেস্টুন অপসারণ ও হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। বুধবার (১২ মার্চ) দুপুরে সাইনবোর্ড এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনরে নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাইনবোর্ড সংলগ্ন এলাকা, ওভারব্রিজ, চৌরঙ্গী পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে পাচ ট্রাক ব্যানার,ফেস্টুন, প্লাকার্ড অপসারন করা হয়। হাইওয়ে পুলিশের সহযোগিতায় সাইনবোর্ড ওভারব্রিজ থেকে সকল হকার উচ্ছেদ করা হয়। সাইনবোর্ড ওভারব্রিজ সংলগ্ন রাস্তায় পুলিশ বক্স স্থাপন করে জেলা পুলিশের নামে চাদাবাজি করায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ভেক্যু দ্বারা পুলিশ বক্স অপসারণ করা হয়েছে। এছাড়া রাস্তায় ১৩ টি দোকান নির্মাণ করায় ভেক্যু দ্বারা অপসারণ করে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com