আজ রবিবার, এপ্রিল ২০, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরের ২০ বছরের এক যুবককে বলাৎকারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, বাদীর মেঝ ছেলে সহজ-সরল প্রকৃতির। গত শনিবার (৮ মার্চ) রাতে বন্দরের শাহী মসজিদ এলাকায় যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী মঞ্জুর মহাজনের ছেলে সাঈদ তাকে জরুরি কথা আছে বলে ডেকে বাসায় নিয়ে বলাৎকার করে। এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। যুবক বিষয়টি পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করেন বাদী।

ওসি তরিকুল ইসলাম বলেন, ‘মাস খানেক আগে এক ২০ বছরের যুবককে বলাৎকারের ঘটনা ঘটেছে। যুবক এতো দিন চুপ থেকে কিছুদিন আগে পরিবারকে জানায়। পরিবার বিষয়টি নিয়ে গত পরশু স্থানীয় লোকজনকে নিয়ে মিশাংশা করতে চাইলে সেখানে ২ পক্ষের মারামারি হয়। পরবর্তীতে যুবকের মা বাদী হয়ে প্রতিবেশী সাঈদের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের করে। পলাতক সাঈদকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Exit mobile version