আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুর বাজারে দিনের বেলা খাবার দোকানে গিয়ে পানাহার করায় কয়েকজনকে কান ধরে উঠবস করানো হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) দুপুরে পৌরশহরের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে দোকানগুলোতে অভিযান চালানো হয়। সনাতনপন্থীদের কয়েকটি দোকানে কিছু মুসলিমকে পানাহার করতে দেখা যায়। এতে শাস্তি হিসেবে তাদের কান ধরে ওঠবস করানো হয়।

এছাড়াও, দিনের বেলায় মুসলিম কেউ দোকান বা খাবার হোটেলে গিয়ে আহার করলে সেই দোকান বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, রমজান মাসে সনাতনপন্থীদের দোকানে গিয়ে কিছু মুসলিম পানাহার করে। তাদের দোকানগুলোতে যেন মুসলমান কেউ পানাহার করতে না পারে, অভিযান পরিচালনার মাধ্যমে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। তবে হিন্দুদের জন্য পানাহারে কোনো বাধা নেই বলে জানান তিনি।

Exit mobile version