আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে বসতঘরে ঢুকে রিজিয়া বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ মার্চ) রাতে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের দক্ষিণ বিঘাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্বামী খা‌লেক গাজী জানান, সোমবার রাতে আমি নামাজ পড়তে মসজিদে যাই। তারা‌বি শেষে বাসায় এ‌সে দে‌খি, আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় প‌ড়ে আ‌ছে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

খবর পেয়ে রা‌তেই ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে পটুয়াখালী সদর থানা পুলিশ।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনা‌টির তদন্ত চলছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Exit mobile version