
পাবনা সদর উপজেলার গয়েশপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে পাবনা শহরের পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আফজাল হোসেন (৪৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর হাসপাতাল পাড়ার মৃত বিলাত আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি আনুমানিক বিকেল ৪টায় শিশুটিকে নিয়ে তার মা গবাদী পশুর জন্য ঘাস কাটতে যায়। এক পর্যায়ে অভিযুক্ত আফজাল শিশু কন্যাটিকে আদর করতে করতে কোলে নিয়ে নিজ বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির বড় বোন অভিযুক্তের বাড়িতে গিয়ে দেখে শিশুটিকে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা করছে। পরবর্তীতে তার চিৎকারে স্থানীয়রা আসলে আফজাল সেখান থেকে পালিয়ে যায়।
পাবনা সদর থানার (ওসি অপারেশন) সঞ্জয় সাহা জানান, ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে আফজালকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।