আজ সোমবার, এপ্রিল ২১, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর বিজিবি সদর দপ্তরের একটি আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ১০ তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৭টা ৫৮ মিনিটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ঢাকা জোনে-১ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে প্রথমে পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version