আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মেজর পরিচয়ে দাপট দেখাতে গিয়ে আটক সেনাবাহিনীর বরখাস্ত করপোরাল
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামে একটি বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক বাসিদুর রহমান (৩৮) নামের ওই ব্যক্তি সেনাবাহিনীর বরখাস্ত হওয়া সদস্য। তাঁর বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামে। তাঁর সহযোগী হিসেবে হামিদা বেগম (৪০) নামের এক নারীকেও আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসিদুর রহমান হরিহরপুর গ্রামের হামিদা বেগমের স্বামী পরিচয়ে একটি বাড়িতে কয়েক দিন ধরে বসবাস করছিলেন। হামিদার পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। বাসিদুর মেজর পরিচয় দিয়ে হামিদাদের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হয়।
এলাকাবাসী সেনাক্যাম্পে বিষয়টি জানালে সোমবার সকাল ১০টায় সেনাক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে বাসিদুর ও হামিদাকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, ড্রোন ক্যামেরা, দুটি পাসপোর্ট, র্যাব-৯ লেখাসংবলিত একটি ক্রেস্ট, দা, ছুরি, চাকু প্রভৃতি উদ্ধার করা হয়।
সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট করপোরাল হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছুটিতে এসে পলাতক হন। পরে তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ভুয়া মেজর পরিচয়দানকারী ও তাঁর স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.