আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
বালুর মাঠে তুচ্ছ ঘটনার জেরে যুবক খুন, অভিযুক্ত আটক
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে অপূর্ব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত সম্রাট (২৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
নিহত অপূর্ব মাসদাইর এলাকার বাসিন্দা বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে। মহানগর ছাত্রদলের নেতারা দাবি করেছেন, তিনি তাদের কর্মী ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, তিনি ছাত্রদলের কেউ নন, বরং এক রেস্তোরাঁয় কাজ করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মূলত এক গার্মেন্টকর্মীর সঙ্গে অপূর্বর কথা কাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ইতোমধ্যে সম্রাটকে আটক করেছে এবং ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মহানগর ছাত্রদলের একটি মশাল মিছিল শেষে অপূর্ব বালুর মাঠ এলাকায় গেলে সম্রাটের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সম্রাট ছুরি দিয়ে অপূর্বর পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.