ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাদক চোরাকারবারিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাতভর অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি শান্ত আহমেদ, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সবুজ ওরফে আল আমিন, মামুন মিয়া, শাহনেওয়াজ খন্দকার, আশরাফুল হক, শান্ত আহমেদ, নিপা আক্তার ও সাহানা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। উপজেলায় মাদক ও অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।