আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সৎ ব্যবসায়ীদের নবীদের সাথে হাশর হবে : মাওলানা হাফিজুর রহমান
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা বলেছেন, আজকের এই অনুষ্ঠান হল সকল ব্যবসায়ীদের মধ্যে ভাতৃত্ববন্ধনের অনুষ্ঠান। ব্যবসায়ীদের জন্য অনেক সুসংবাদ আল্লাহ কুরআনেও দিয়েছেন, হাদিসেও রাসুল (সাঃ) দিয়েছেন। কারণ ব্যবসা করা হালাল। যারা ব্যবসার মধ্যে অনিয়ম বা উল্টাপাল্টা করবে তাদেরকে আল্লাহর তরফ থেকে শাস্তি দেয়া হবে। আর যারা সৎ ব্যবসায়ী ও সত্য মেনে যারা ব্যবসা করবে তাদের জন্য রাসুল (সাঃ) সুসংবাদ দিয়েছেন, নবীদের সাথে ওই ব্যবসায়ীদের হাশর হবে। কেয়ামতের দিন আল্লাহ নবীদের সাথে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটি উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হাজী আহসান উল্ল্যা সুপার মার্কেটস্থ দি প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির সভাপতি হাজী বিল্লাল হোসেন তালুকদার আদর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আহসান উল্ল্যা সুপার মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী ফয়সাল আহমেদ জালালাবাদী। এছাড়াও বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ, মোঃ আবুল বাষার সুমন, মোঃ রেজাউর রহমান বাবলু, মোঃ মামুস শেখ, মোঃ ফয়সাল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাসুম, মোঃ আরিফ হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন ও মোঃ তানজিত আহমেদ রাহাতসহ বৃহত্তর চিটাগাংরোড ব্যবসায়ী সোসাইটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.