নগরীতে বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটো চালকরা। রবিবার (৯ মার্চ) দুপুর ১ টায় ২নং রেল গেট এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারী অটোচালকরা জানায়, ‘সারা নারায়ণগঞ্জ থেকে বড় অটো চলতে পারলে নিতাইগঞ্জ থেকে ২নং রেল গেই পর্যন্ত আমাদের কেন চলতে দেওয়া হবে না। সামেনে ঈদ, আমাদের ইফতারের খাবার কিনতে কষ্ট হয়। অটো চলতে না দিলে ঈদে আমাদের সংসার চালাবো কিভাবে। আমরা চাই আমাদের চলার একটা ব্যবস্থা করা হোক। এই মিশুক-অটো যদি চলতে না দেওয়া হয় তাহলে আমরা কি করে খাবো্। ২নং থেকে নিতাইগঞ্জ পর্যন্ত আমরা একলাইনে অটো চালালেও আমাদের বাধা দেওয়া হয়, সিট খুলে নিয়ে যাওয়া হয়। এই কারণে আমরা সড়ক অবরোধ করেছি। দাবি না মানার পর্যন্ত এ অবরোধ থাকবে।’
এসময় কমিউনিটি ট্রাফিকের দায়িত্বে থাকা ফারদিন শেখ নামের এক ছাত্র প্রতিনিধি এসে চালকদের সাথে কথা বলেন। তাদেরকে একলাইনে চলা, ও ভারটেক না করার শর্ত দিলে চালকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com