আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
রূপগঞ্জে অপহরণ দাবি করা কিশোরী ময়মনসিংহে উদ্ধার, আটক ৩
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
রূপগঞ্জে থেকে অপহরণ দাবি করা কিশোরী (১৩)কে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ টিম। রবিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ। এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, মাহমুদুল হাসান সিয়াম (২১), তার বাবা মো. মোজাম্মেল হক (৪২) ও মা মোছা. মালেকা আক্তার (৪০)।
পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শনিবার বিকেল সাড়ে ৪টায়, এসআই মো.রিয়াজ উদ্দিন, এসআই মো. জাহিদ হোসেন, এএসআই শাহিন রানা, এএসআই নূর হোসেন ও নারী কনস্টেবল শামীমার সমন্বয়ে আভিযানিক দল, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাকুরতলা এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৩জন অভিযুক্তকে আটক করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর দুপুর ১টার দিকে রূপগঞ্জ থানার বরপা এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করা হয়। অপহরণের অভিযোগে ভিকটিমের পরিবার কোর্ট পিটিশন মামলা দায়ের করে (মামলা নং- ১৫০/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৩০)।
পিবিআই সদর দপ্তরের নির্দেশে ও পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জের তত্ত্বাবধানে মামলাটির তদন্ত শুরু হয়।
তদন্তের বরাতে পিবিআই জানায়, ভিকটিমকে তারাকান্দার পাকুরতলা এলাকায় আটকে রাখা হয়েছে। এরপর পিবিআইয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। ভিকটিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.