শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
বিষয়টি আপস-মিমাংসার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চললেও পরবর্তীতে এ বিষয়ে মামলা দায়ের করা হয়। মামলার পর রোববার (৯ মার্চ) শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল তিনটার দিকে চান মিয়া ওই শিশুকে কিছু কিনে দেয়ার কথা বলে ওই শিশুকে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করতে ২০ টাকা তার হাতে দেয়। খবর পেয়ে শিশুটির মা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখে শিশুটিকে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া।
তারা আরও জানান, এ ঘটনার পর চান মিয়া এলাকার বিভিন্ন লোকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপস মিমাংসার চেষ্টা করেছেন। তবে ব্যার্থ হন তিনি। পরে শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই চান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে রোববার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে রাতেই অভিযুক্ত চান মিয়াকে (লছা মিয়া) গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়। শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য হাপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com