আজ
|| ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
নারায়ণগঞ্জে খানপুর হাসপাতাল থেকে সমন্বয়কসহ আটক ২, ইয়াবা উদ্ধার
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৫
নারায়ণগঞ্জে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সমন্বয়কসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক জিদান হোসেন ও ইকবাল হোসেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মোঃ জিদান হোসেন সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের হুমকী ধমকীসহ বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিল। পাশাপাশি সে হাসপাতালের ভেতরে ইয়াবা সেবনসহ বিক্রিও করে আসছিল। সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ জানালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের অভ্যন্তর থেকে সমন্বয়ক জিদান হোসেন ও ইকবাল হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়ক (সুপার) ডা. আবুল বাশার জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন সমন্বয়ক বলে জানতে পেরেছি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মোঃ জিদান পূর্বে রং মিস্ত্রি ইন্টেরিয়রের কাজ করতো। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তার পিঠে ছররা গুলিবিদ্ধ হয়েছিল। এরপর থেকে জিদান সমন্বয়ক বনে যান। সে নিজে ইয়াবা খেত, বিক্রিও করতো। পাশাপাশি খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দালালিও করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জিদান ও ইকবালকে আটক করেছে। তাদের কাছ থেকে ৪ পিছ ইয়াবাও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান জানান, মোঃ জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের বিষয়টি আমরাও জানতে পেরেছি। এ বিষয়ে আমরাও সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.