নারীদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি সরকার: সারজিস
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৫
নারীদের জন্য যতটা নিরাপত্তা দরকার ছিল, অন্তর্বর্তী সরকার ততটা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (৮ মার্চ) বিকেলে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থা ও ধর্ষণের প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের সামনে সারির মেয়েরা রাজনীতিতে আসার পর তাদের নিয়ে অপপ্রচার চালানো হয়। জনপরিসর থেকে সামাজিক মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যাতে কোন বিশ্বাস মেয়েদের ওপর চাপিয়ে দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন তিনি।
এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারন জনগণ সরকারকে ব্যর্থ বলে ধরে নেবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com