আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্যাংকলড়ি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত দুই বন্ধু
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২৫
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বন্দরে তেলবাহী ট্যাংকলড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় দুইজন নিহত ও মোটরসাইকেলে থাকা আরো একজন আহত হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বন্দরের মদনপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বন্দর উপজেলার মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন মিয়া ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মোহাম্মদ শিমুল।
পুলিশ জানায়, রাত সাড়ে দশটার দিকে মহাসড়কের মদনপুরের দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী মুখী লেনের দ্রুত গতি আসা একটি তেলবাহী ট্যাংকলড়ি সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত অবস্থা অপর একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। দুর্ঘটনার পরপরই লড়িটিকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে কাঁচপুরের হাইওয়ে থানায় পাঠায় পুলিশ।
কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, আহত -নিহতরা তিনজনই বন্ধু। তারা মোটরসাইকেল যোগে বন্দর উপজেলার মদনপুর থেকে মুরাদপুর যাওয়া পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পর লড়ির জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে বলে জানান। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.