নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে, ভোজ্যতেলের সংকট নিরসনে রমজান মাসে বিশেষ ছাড়ে ট্রাক সেলের মাধ্যমে তেল বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ। ভোজ্যতেলের পাশাপাশি বিশেষ ছাড়ে পোলাও চাল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা এবং মেঘনা গ্রুপের জিএম সরকার ফরহাদ আহমেদ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, গত ৩ মার্চ ভোজ্যতেল কারখানা মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ট্রাক সেলের মাধ্যমে তেল বিক্রির আহ্বান জানানো হয়। মেঘনা গ্রুপ ইতোমধ্যে সে উদ্যোগ নিয়েছে এবং প্রতিদিন ২ টনের বেশি তেল বিক্রি করছে। শিগগিরই সিটি গ্রুপও একই কার্যক্রম শুরু করবে। এতে বাজারে ভোজ্যতেলের সংকট কমবে বলে আশা করছি।
মেঘনা গ্রুপের জিএম সরকার ফরহাদ আহমেদ বলেন, পুরো রমজানজুড়ে ট্রাকের মাধ্যমে বিশেষ ছাড়ে ভোগ্যপণ্য বিক্রি করা হবে। প্রতিদিন ২ টন ১২ কেজি ভোজ্যতেল ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com