বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চলতি বছরে নির্বাচন কঠিন: নাহিদ ইসলাম
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৫
অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারেনি। ফলে চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাজিদ ইসলাম।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রয়টার্স প্রতিবেদনটি প্রকাশ করে।
নাহিদ ইসলাম বলেন, স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যকম স্বাভাবিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে বলে আশা করেছিলাম। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিরাজমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে হচ্ছে না।
তিনি আরও বলেন, যখনই অনুষ্ঠিত হোক নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ ওপর ঐকমত্যে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলিলটি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন করা ও আন্দোলনে নিহত ১,০০০ জনের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com