আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
বিদায়বেলায় বেসরকারি শিক্ষকদের যে সুখবর দিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৫
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির কথা জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে কত বাড়বে তা তিনি জানাননি।
বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান। ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে।
তিনি আরও বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এ বছরই তৈরি করা হচ্ছে। এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে ১–২ বাজেটে হবে না, ৩-৪ বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে।
এদিকে, আজ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বেলা ১১টার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যান তিনি। সেখানে ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ-ও।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনার মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করে আসছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ে নয়া উপদেষ্টার আসায় এখন থেকে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.