চেক হস্তান্তর প্রসঙ্গে এসপি ‘সবাই মিলে না.গঞ্জকে যানজট মুক্ত করার প্রয়াস করছি’
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৫
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘নারায়ণগঞ্জ আমাদের সবার, তাই সবাই মিলে যানজট মুক্ত করার একটি প্রয়াস করছি। এখানে বিকেএমইএ এবং চেম্বার অব কমার্স এর একটি বড় অবদান আছে।’
বুধবার (৫ মার্চ) সকালে জেলা পুশিল সুপারের কার্যালয়ে এসপি প্রত্যুষ কুমার মজুমদারের কাছে ২৫ লাখ চেক হস্তান্তর করেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশকে এ অনুদান প্রদান করা হয়। চেক প্রদানের পর এক বক্তব্যে এ কথা বলেন এসপি।
তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি নারায়ণগঞ্জ যেন যানজট মুক্ত থাকে, বিশেষ করে রমজান মাসে এই সড়কটি যেন যানজট মুক্ত রাখতে পারি। ওনারা কমিটি পুলিশের কাছে যে সহযোগিতা করেছে সেজন্য আমি জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এসময় বিকেএমইএ এবং চেম্বার অব কমার্সের আরও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com