আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানের লক্ষ্য ছিল মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি কার্যক্রম প্রতিরোধ করা।

অভিযান চলাকালে মোট ৩৭টি মামলা দেওয়া হয়। যার বেশিরভাগই বেপরোয়া মোটরসাইকেল চালানো, উচ্চ গতিসীমা লঙ্ঘন এবং ট্রাফিক নিয়ম ভঙ্গ। জরিমানা হিসেবে মোট ১ লাখ সাড়ে ৯ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া ৩২টি মোটরসাইকেল ও ৫টি সিএনজি অটোরিকশা হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

মহাসড়কে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।

Exit mobile version