সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২রা মার্চ) সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লার কোতয়ালী থানার বড়বাড়ি ধর্মপুর এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে রুমা আক্তার এবং রংপুরের পীরগঞ্জ থানার ধনশালা এলাকার মৃত সোবহানের মেয়ে ফারজানা আক্তার বিথীকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেফতারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com