
বন্দরে হেফাজত কর্মী হত্যা মামলায় অভিযুক্ত নিয়াজউদ্দিন আহমেদকে (৫৫) ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (২ মার্চ) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। এর আগে শনিবার দুপুরে বন্দর উপজেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা। তবে অভিযুক্ত নিয়াজউদ্দিনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা থাকায় তাকে সেখানের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ওসি এমএ বারী বিকেলে বলেন, স্থানীয় কিছু লোকজন তাকে ধরে থানায় নিয়ে আসেছিলো। তার বিরুদ্ধে আমাদের থানায় মামলা ছিলো। আমরা তাকে আজ কোর্টে প্রেরণ করেছি।
জানা যায়, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতের নেতা মাও. মামুনুল হক অবরুদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেখানে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হেফাজত কর্মী ইকবাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইকবালের মৃত্যুর ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আরেক হেফাজত কর্মী শাহজাহান শিবলী। আসামি করা হয় নিয়াজ উদ্দিনকে।