ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, সড়কে ঝড়লো প্রাণ
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
সোনারগাঁয়ে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেচছেন কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) কাজী ওয়াহিদ মুর্শেদ।
নিহতরা হলেন, রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী বদিউজ্জামানের ছেলে টুটুল এবং একই এলাকার ফিনল্যান্ড প্রবাসী আবদুল বাতেনের ছেলে হাবিব।
ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে হাবিব ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত টুটুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ বাসটি শনাক্তের চেষ্টা করছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com