আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: শ্রম উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখওয়াত হোসেন বলেছেন, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান খুবই স্পষ্টভাষী মানুষ। তিনি না বুঝে কোনো কথা বলেননি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা, সেনাপ্রধান একটি বাহিনী চালাচ্ছেন। আমি যতটুকু উনাকে চিনি, তিনি খুবই স্পষ্টভাষী মানুষ। তিনি যা বলার মানুষের মুখের ওপরে বলেন। তবে উনার বক্তব্যের ব্যাখ্যা আমি দিতে পারব না।
তিনি আরও বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বন্ধ হওয়া ১৪টি কারখানার কর্মীদের পাওয়া পরিশোধে ৫২৫ টাকা যোগাড় হয়েছে। এর মধ্যে অর্থ বিভাগের ব্যয় খাত থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা ও শ্রম মন্ত্রণালয় থেকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দেয়া হবে। এই টাকা থেকে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক ও এক হাজার ৫৬৫ জন কর্মকর্তার পাওনা পরিশোধ করা হবে। আগামী ৯ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনাপ্রধান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। না হয় পরে বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.