আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
অ্যাডভোকেট শাহ আলম মানিকের নেতৃত্বে বিএনপির জনসভায় নজরকাড়া বিশাল শোডাউন
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসভায় নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে নজরকাড়া বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে। সমাবেশে হাজারো নেতাকর্মী নিয়ে তার এই উপস্থিতি সিদ্ধিরগঞ্জ বিএনপি’র রাজনীতির সাংগঠনিক শক্তির জানান দিয়েছে।
এসময় মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ আলম মানিক বলেন, আমার নেতা আমার রাজনৈতিক অভিভাবক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে সক্রিয় রয়েছি। আজকে বাংলাদেশে যে সরকার রয়েছে সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। তাঁদের কাজ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। বাংলাদেশের মানুষ ১৫ বছর তার ভোটাধিকার থেকে বঞ্চিত। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার দেখতে চায়। এদেশের জনগণ তাদের নিজেদের ভোট নিজেরা দিয়ে তাদের নেতা নির্বাচিত করতে চান। এবং নিজেদের পছন্দের সরকারকে তারা দেখতে চায়। তাই আমরা এ অন্তবর্তী কালীন সরকারকে আহ্বান জানাবো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে আপনারা সম্মান নিয়ে বিদায় নিন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশের আইনশৃঙ্খলার উন্নতি, পতিত ফ্যাসিবাদ সরকারের দোসরদের বিচারের দাবি, দেশ দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য অতি দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ পালন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) বিকেল তিনটায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিকেল শহরের ডনচেম্বারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.