আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
রাজনীতি করতে গিয়ে আমরা শুধু নিজেদের স্বার্থ দেখছি: গিয়াসউদ্দিন
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,‘রাজনীতি করতে গিয়ে আমরা শুধু নিজেদের স্বার্থ দেখছি, এবং আমরা দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছি। যদি রাজনৈতিক নেতৃত্বে ভালো মানুষ আনতে পারি, তাদের নির্বাচিত করতে পারি, তবে আমরা সেই সুখী এবং সুন্দর বাংলাদেশ গঠন করতে পারব যেটি আমাদের লক্ষ্য।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জে গোদনাইল আরামবাগ যুবসমাজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গিয়াসউদ্দিন।
তিনি আরও বলেন, ‘আমরা আজকে ব্যক্তিস্বার্থে কাজ করি। সঠিক-বেঠিক কিছু দেখিনা, কিভাবে ক্ষমতা এবং অর্থ-সম্পদ পাওয়া যায়, সেই দিকে এগিয়ে চলি। ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আমরা জীবন বাজি রেখেছিলাম, কিন্তু আজকে আমরা যে দেশ দেখছি তা ছিলো না আমাদের উদ্দেশ্য। ভালো মানুষের সুশাসন, ন্যায় বিচার এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য ছিল আমাদের, কিন্তু ৫৩-৫৪ বছর পরও তা আমরা অর্জন করতে পারিনি। যদি রাষ্ট্রের প্রধান চোর হয়, মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী—সব পেশাতেই যদি চোর-বাটপারের সংখ্যা বাড়তে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কী হবে? বিগত ১৬ বছরে কোটি কোটি টাকা চুরি-লোপাট করে বিদেশে পাচার করা হয়েছে, রাজনীতিবিদের পিয়নের সাড়ে ছয়শো কোটি টাকা হয়ে যায়, তাতে কীভাবে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ হবে?’
গিয়াসউদ্দিন আরও বলেন, ‘ক্ষমতায় গেলেই শুধু মানুষের কল্যাণে কাজ করা যায় না, যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশ থেকে সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে।’’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম, সহ-সভাপতি ডিএইচ বাবুল, যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তু, জেলা নারায়ণগঞ্জ তরুণ দলের সভাপতি টি.এইচ তোহা, ১০নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনিস সিকদার, ১০ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.