শিক্ষকদের প্রতিবাদে উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেলেন শিক্ষার্থীরা
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের বাসভবনে ফের তালা ঝুলাতে গিয়ে শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হটেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকাল ১০ টার দিকে শিক্ষকদের নিয়ে বাসভবনে বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বেলা ১২ টার দিকে ভিসির বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। ভেতরে কেউ থাকলে তাদের ৫ মিনিটের মধ্যে বেরিয়ে আসার জন্য মাইকে আহ্বান জানান তারা। এসময় শিক্ষকরা বেরিয়ে এসে গেটে তালা দেয়া কর্মসূচির প্রতিবাদ জানান। শিক্ষকদের প্রতিবাদে ১৫/২০ মিনিট পর ভিসির বাসভবনের সামনে থেকে সরে যান শিক্ষার্থীরা।
এর আগে, গত ২১ ফেব্রুয়ারি রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তবে সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেন উপাচার্য। গত ১৮ ফেব্রুয়ারি দুই পক্ষের সংঘর্ষের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com