দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিনটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে ফতুল্লার পাগলা ও নগরীর নিতাইগঞ্জ এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফতুল্লার পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
হৃদয় রঞ্জন বনিক জানান, আমাদের কাছে অভিযোগ এসেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা ছদ্মবেশে লোক পাঠিয়ে এখান থেকে সয়াবিন তেল ক্রয় করি। এসময় বোতলের গায়ে লেখা দামের চেয়েও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যে তেল মজুদে আছে তা যেন গায়ে লেখা দামে বিক্রি করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com