পঞ্চম বিয়ে করায় ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা, চতুর্থ স্ত্রী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মো. আলাউদ্দিন (৩৬)। শনিবার দিবাগত রাত দুইটার দিকে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের চতুর্থ স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ।
নিহত আলাউদ্দিন পেশায় দিনমজুর। নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি আলম বাজারের মইন উদ্দিনের ছেলে তিনি। পুলিশ বলছে, নুর জাহান স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছেন। তাকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় ক্ষোভ থেকে স্বামীকে হত্যা করেন নুর জাহান। এই দম্পতির একটি সন্তান রয়েছে।
চট্টগ্রামের হালিশহর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নুর জাহান, আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী ছিলেন। এই স্ত্রীর অমতে তিনি পঞ্চম বিয়ে করেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে রাতে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে দুজনই একসাথে ঘুমিয়ে পড়ে। রাতে ঘুমন্ত আলাউদ্দিনের ঘাড়ে দা দিয়ে তিনটি ও হাতে দুটি কোপ দিয়ে জখম করে স্ত্রী নুর জাহান।
ওসি আরও বলেন, নিহত আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com