গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় চুরি-ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। শঙ্কা প্রকাশ করে তিনি জানান, রমজানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
শনিবার দিবাগত রাতে রাজধানীর ডেমরার মাতুয়াইলে একটি চেকপোস্ট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন র্যাবের শীর্ষ এই কর্মকর্তা। এসময় ধর্ষণ, চুরি বা ডাকাতির মতো কোনো ঘটনার খবর পেলে তা দ্রুত র্যাবকে জানানোর আহ্বানও জানান তিনি।
একেএম শহিদুর রহমান বলেন, ‘৫ আগস্টের আগে এরা (যারা অপরাধ করছে) একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকত। আগে অপ্রকাশ্য যে চাঁদাবাজি করত তারা, সেগুলো এখন নেই; রাজনৈতিক ছত্রছায়ায় এখন কেউ এমন কার্যকলাপ পরিচালনা করতে পারছে না—এই জন্য এরা এমন অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাবও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বলে জানান একেএম শহিদুর রহমান।