রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. ফারুক।
নিহত বৃদ্ধের নাম মোছা. মনোয়ারা বেগম (৬০)। রূপগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের মোহাম্মদ হাশেমের স্ত্রী।
মনোয়ারা বেগমের ভাতিজা আবু তাহের বলেন, চাচি রূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com