আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
দেশ পুনর্গঠনে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। ক্ষমতায় গেলে সবার আগে দেশকে গড়া হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রয়োজন। এই জন্য বিএনপি আড়াই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছিল। এখন অনেকেই সংস্কার কথা বলছেন। কিন্তু বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করেই সে সময় এই কথা বলেছিল। এ সময় জনসমর্থন নেই এমন কোনো কাজ দলটি করে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির লক্ষাধিক নেতাকর্মীর মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হয়ে কিছু কর্মকাণ্ড করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না। এ সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও জানান তিনি।
মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপির লক্ষ্য জানিয়ে তিনি বলেন, দেশের কোটির কাছাকাছি বেকার রয়েছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে দৃঢ় গড়ে তোলা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, উৎপাদন বৃদ্ধি, নারীদের কর্মসংস্থান তৈরি দলটির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.