আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
জিডিপিতে ৭ শতাংশের বেশি কন্ট্রিবিউশন হওয়ার পরও না.গঞ্জ পিছিয়ে : দিপু ভূঁইয়া
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ৮৬ শতাংশ নারায়ণগঞ্জ কন্ট্রিবিউট করে। সেই তুলনায় নারায়ণগঞ্জ পিছিয়ে আছে। এখানে ব্যাবসায়ীদের প্রতিকূলতা পোহাতে হয়, এখানে যানজট একটি বড় সমস্যা। এতগুলো গার্মেন্টস এখানে অথচ বায়াররা এসে এখানে থাকবে এমন একটা মানসম্পন্ন হোটেল নেই। এখানে উন্নত মানের স্কুলও নেই, মানসম্পন্ন হাসপাতাল নেই।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন দিপু ভূঁইয়া। নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে এক বক্তব্য এ কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, আজ এখানে আমার ১৯ জন ভাইকে পেয়েছি আমি। আমি চাই সকলকে নিয়ে একসাথে এ সমস্যাগুলো সমাধান করতে। আমি নির্বাচন কমিশনকে এত সুন্দর নির্বাচনের জন্য ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জের মানুষদের ও ব্যাবসায়ীদের আশা ছিল একটা নির্বাচনের মাধ্যমে চেম্বার নেতৃত্ব দেক। আপনারা এটা করতে পেরেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই। পাঁচ আগষ্টের পর থেকে মানুষ গণতন্ত্রের পথে এগুতে চাইছে। আমি মাসুদ ভাইকেও ধন্যবাদ জানাই। তিনি দেশের ক্রান্তিলগ্নে থেকেও সকলকে একসাথে নিয়ে নির্বাচন দিতে এগুতে পেরেছেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি বোর্ড মেম্বার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে। তবুও এ দায়িত্ব তারা আমাকে দিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই। যারা আমাদের মেম্বার শুধু তাদের পরিবার না, আমাদের শ্রমিকেরাও আমাদের পরিবার। তারাও যেন সুযোগ সুবিধা পায় সেটা আমাদের দেখতে হবে। আমার বিশ্বাস নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্স বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য চেম্বারে পরিনত হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.