স্ত্রীসহ সাবেক মন্ত্রী রেজাউল করিমের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান।
মামলার এজাহারে বলা হয়, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে ৮ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও নিজ নামের একাধিক ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করেছেন।
এদিকে রেজাউল করিমের স্ত্রী ফিরোজা পারভীনের নামে দায়ের করা মাওলার এজাহারে বলা হয়, তিনি ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com