আজ মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ খ্রিস্টাব্দ

তিস্তা মহাপরিকল্পনা আগামী অক্টোবরের মধ্যে জমা দেয়ার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনে বৈঠক শেষে এ তিনি কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা বলেন, এবারের নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। সেখানে জেলা প্রশাসকদের (ডিসি) দলীয় তকমা থাকার সুযোগ নেই। যদি কোনো রাজনৈতিক দল অভিযোগ করে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নদী-বন উদ্ধার এবং পাহাড় কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও মধুপুরে সংরক্ষিত শালবনের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা হবে। কক্সবাজারের ৫১ একর সংরক্ষণ বন ফিরিয়ে দেয়ার বিষয়েও সম্মেলনে আলোচনা করা হয়েছে।

প্লাস্টিক ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, কোনো সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version