আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ হচ্ছে: বাম গণতান্ত্রিক জোট
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
সরকার জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে বলে অভিযোগ জানিয়ে এই বছরেই নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও-এ নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সাথে বৈঠক শেষে বাম নেতারা এ মন্তব্য করেন।
তারা বলেন, ইসি যেকোনো সময়ে নির্বাচন দেয়ার জন্য প্রস্তুত আছে। রাজনৈতিক দলগুলোর অধিকাংশই প্রস্তুত। এখন সরকারের সদিচ্ছার দরকার।
বৈঠকে নির্বাচন কমিশনের কাছে সাত দফা দাবি তুলে ধরে বাম গণতান্ত্রিক জোট। এর মধ্যে, নির্বাচনে জামানত ৫ হাজার টাকার বেশি করা যাবে না এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকেই ছাপানো ভোটার তালিকা প্রত্যেক প্রার্থীকে সরবরাহ করতে হবে বলে দাবি তাদের। এছাড়াও জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন ও না ভোটের বিধানের কথা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.